Wellcome to National Portal

সিভিল সার্জন অফিস , গোপালগঞ্জ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জন অফিস, গোপালগঞ্জ । গোপালগঞ্জ  জেলা ও এর অন্তর্ভুক্ত ৫টি উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জন অফিস' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।  এ ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে।   আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জন অফিস,গোপালগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং  উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।   আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।

Main Comtent Skiped

Title
Civil surgeon inaugurates4th dose covid vaccination is
Details

আজ (২০ ডিসেম্বর ২০২২) স্বাস্থ্য ও পরিবার কল‍্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা  অনুযায়ী গোপালগঞ্জ সদরের স্থায়ী টীকা কেন্দ্রে কোভিড ৪র্থ ডোজের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলার মান‍্যবর সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ । তিনি সকলকে  টীকা গ্রহণে উৎসাহ দেন। ।টিকা কার্যক্রম উৎসবমুখর পরিবেশে চলছে।

Attachments
Publish Date
20/12/2022
Archieve Date
22/12/2051