Wellcome to National Portal

সিভিল সার্জন অফিস , গোপালগঞ্জ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জন অফিস, গোপালগঞ্জ । গোপালগঞ্জ  জেলা ও এর অন্তর্ভুক্ত ৫টি উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জন অফিস' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।  এ ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে।   আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জন অফিস,গোপালগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং  উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।   আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।

Main Comtent Skiped

Title
Quarterly Monitoring Meeting on TB-2022/September
Details

আজ ২৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ রোজ সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির গোপালগঞ্জ জেলার কোয়ার্টারলি  মনিটরিং মিটিং অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলার মাননীয় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ , উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন  ডা. চৌধুরী শফিকুল আলম,  জুনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ রফিকুজ্জামান , ডা.দিবাকর বিশ্বাস, ডা.সাদ মাহামুদ জয়(মেডিকেল অফিসার),

জেলার ০৫ ইউএইচ্এফপিও মহোদয় ও মেডিকেল অফিসারবৃন্দ ও অন্যান্য। সভার সার্বিক পরিচালনা ও জেলার প্রেজেন্টেশন করেন জেলা তত্ত্বাবধায়ক মেডিকেল অফিসার ডা. সজীব সরকার । সাথে ছিলেন পিও আলামিন ।

Attachments
Publish Date
26/09/2022
Archieve Date
30/09/2050