Wellcome to National Portal

সিভিল সার্জন অফিস , গোপালগঞ্জ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জন অফিস, গোপালগঞ্জ । গোপালগঞ্জ  জেলা ও এর অন্তর্ভুক্ত ৫টি উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জন অফিস' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।  এ ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে।   আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জন অফিস,গোপালগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং  উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।   আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।

Main Comtent Skiped

Title
HONORABLE HEALTH MINISTER VISITS EDCL
Details

আজ ১০.১১.২০২২ ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক মহোদয় গোপালগঞ্জের ঘোনাপাড়ায় অবস্থিত ESSENTIAL DRUG FACTORY পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জনাব ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম মহোদয়,সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ মহোদয় এবং গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ

Attachments
Publish Date
10/11/2022
Archieve Date
09/11/2052