Wellcome to National Portal

সিভিল সার্জন অফিস , গোপালগঞ্জ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জন অফিস, গোপালগঞ্জ । গোপালগঞ্জ  জেলা ও এর অন্তর্ভুক্ত ৫টি উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জন অফিস' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।  এ ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে।   আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জন অফিস,গোপালগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং  উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।   আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।

Main Comtent Skiped

Title
50 years celebration after getting JULIO CORIE prize of Bangabandhu
Details

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ‍্যোগে এবং গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগের সহযোগিতায়  ২৮- ০৫ -২০২৩ ইং সকাল ৯ ঘটিকা হতে দুপুর ১ঘটিকা পর্যন্ত শেখ কামাল স্টেডিয়ামের জিমনেশিয়াম  কমপ্লেক্সে   মেডিসিন ,সার্জারী,গাইনী,শিশু,চক্ষু,নাক-কান-গলা,চর্ম,অর্থোপেডিক্স এর ৮ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল ক‍্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচি তে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ এর মান্যবর সভাপতি, গোপালগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক মহোদয়, মান্যবর সিভিল সার্জন মহোদয়,শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজের মান্যবর অধ্যক্ষ,২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মান্যবর তত্ত্বাবধায়ক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের শ্রদ্ধেয় পরিচালকসহ প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগের সকলে।

Attachments
Publish Date
29/05/2023
Archieve Date
31/05/2055