বিশ্ব কুষ্ঠ দিবস আজ।
প্রতিবারের ন্যায় এবার ও গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস কর্তৃক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলান গোপালগঞ্জ জেলার মান্যবর সিভিল সার্জন জনাব ডা.নিয়াজ মোহাম্মদ,জুনিয়র কনসালটেন্ট ডা.মো রফিকুজ্জামান, মেডিকেল অফিসার ডা.এস এম সাকিবুর রহমান,ডা.দিবাকর বিশ্বাস,ডা. সাদ মাহামুদ জয় ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রতিবছর জানুয়ারির শেষ রবিবার আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয়। কুষ্ঠ একটি জীবাণুঘটিত রোগ। সঠিক চিকিৎসায় কুষ্ঠ রোগ সম্পূর্ণ ভালো হয়। দেশের সরকারি হাসপাতাল ও এনজিও দ্বারা পরিচালিত কুষ্ঠ ক্লিনিকে বিনামূল্যে এ রোগের চিকিৎসা দেয়া হয়। যদিও এই রোগের টিকা এখনো আবিষ্কৃত না হলেও এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য।
বিশ্ব কুষ্ঠ দিবস কুষ্ঠ বা হ্যানসেনস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার আন্তর্জাতিকভাবে পালন করা হয়। এই তারিখটি ফরাসি মানবতাবাদী রাউল ফোলেরেউ মহাত্মা গান্ধীর জীবনের প্রতি শ্রদ্ধা হিসেবে বেছে নিয়েছিলেন, যিনি কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। ১৯৫৪ সালে দিবসটি পালন করা শুরু হয়। কুষ্ঠ রোগ বিশ্বের প্রাচীনতম নথিভুক্ত রোগগুলোর মধ্যে একটি। এটি একটি সংক্রামক দীর্ঘস্থায়ী রোগ যা স্নায়ুতন্ত্রকে কাবু করে, বিশেষ করে শরীরের শীতল অংশের স্নায়ুগুলো হাত, পা ও মুখ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS