Wellcome to National Portal

সিভিল সার্জন অফিস , গোপালগঞ্জ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জন অফিস, গোপালগঞ্জ । গোপালগঞ্জ  জেলা ও এর অন্তর্ভুক্ত ৫টি উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জন অফিস' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।  এ ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে।   আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জন অফিস,গোপালগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং  উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।   আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।

Main Comtent Skiped

Title
Deputy Secretary Mr.Iqbal Hossain visited different Hospitals of Gopalgonj district
Details

জেলা ও উপজেলা পর্যায়ে সকল হাসপাতাল ও ইন্সটিটিউট পরিদর্শন এর কার্যক্রম এ আজ ১৭ সেপ্টেম্বর,২০২২ রোজ শনিবার, গোপালগঞ্জ জেলায় পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। তার সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন ডা.তাসলিমা আনাম(সহকারী পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার(প্রশাসন ও অর্থ),উপজেলা হেলথ কেয়ার,স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ঢাকা।তারা গোপালগঞ্জ জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে পরিদর্শন করেন।

সিভিল সার্জন মহোদয় এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন,ডা.সাদ মাহামুদ জয়,মেডিকেল অফিসার,সিভিল সার্জন অফিস, গোপালগঞ্জ।

Attachments
Publish Date
17/09/2022
Archieve Date
31/10/2054