Wellcome to National Portal

সিভিল সার্জন অফিস , গোপালগঞ্জ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জন অফিস, গোপালগঞ্জ । গোপালগঞ্জ  জেলা ও এর অন্তর্ভুক্ত ৫টি উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জন অফিস' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।  এ ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে।   আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জন অফিস,গোপালগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং  উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।   আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

                                                                             

·        স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম

·        স্বাস্থ্যগত তথ্য আদান প্রদান

·        স্বাস্থ্য পরীক্ষার সনদ প্রদান

·        প্রয়োজনীয় পুষ্টিসহ পর্যাপ্ত খাদ্য সরবরাহের উন্নয়ন

·        পর্যাপ্ত নিরাপদ পানি পান ও পয়ঃ নিস্কাশন ব্যবস্থা সহ পরিবেশের উন্নয়নের জন্য পরামর্শ দান

·        মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা

·        প্রধান সংক্রামক রোগ সমূহের বিরুদ্ধে টিকার ব্যবস্থা গ্রহন

·        আঞ্চলিক এনডেমিক রোগ সমূহের নিবারণ ও নিয়ন্ত্রণ

·        সাধারণ রোগ ও যখমের চিকিৎসা

·        বিনামূল্যে যক্ষা ও কুষ্ঠ রোগের ঔষধ বিতরণ ও পরীক্ষা নিরীক্ষা তদারকী

·        অত্যাবশ্যকীয় ঔষধের ব্যবস্থা গ্রহন

·        হজ্বযাত্রীদের স্বাস্থ্য সেবা ও টিকা প্রদান

·        মাঠ পর্যায়ের সকল কার্যক্রম তদারকী