Wellcome to National Portal

সিভিল সার্জন অফিস , গোপালগঞ্জ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জন অফিস, গোপালগঞ্জ । গোপালগঞ্জ  জেলা ও এর অন্তর্ভুক্ত ৫টি উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জন অফিস' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।  এ ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে।   আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জন অফিস,গোপালগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং  উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।   আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর জাতির পিতার সমাধিস্থলে শ্রদ্ধা প্রদর্শন
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি এবং  মাননীয় প্রধানমন্ত্রী আজ ০৭ অক্টোবর  জাতির পিতার সমাধিসৌধ, টুঙ্গিপাড়ায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর  টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচিকে সাফল্যমন্ডিত করতে দিন-রাত পরিশ্রম করা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-

কর্মচারীদের ধন্যবাদ।সিভিল সার্জনের কার্যালয়,গোপালগঞ্জ ছাড়া গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়, Upazilla Health Complex Tungipara,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কোটালীপাড়া,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাশিয়ানী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মুকসুদপুর কে ধন্যবাদ জানাতে চাই,যারা ১ম ধাপে ৩০০ ও ২য় ধাপে প্রায় ৪৫০ নমুনা সংগ্রহ করে অনলাইন রিপোর্ট প্রদান করেছে।সংগৃহীত নমুনাগুলো অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে  পরীক্ষা করে দেয়ার জন্য Sheikh Sayera Khatun Medical College & Hospital, Gopalganj - SSKMC, খুলনা মেডিকেল কলেজ খুলনা কে অসংখ্য ধন্যবাদ। 250 Bedded General Hospital, Gopalganj., Sheikh Sayera Khatun Medical College,Gopalgonj এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যে সকল চিকিৎসক,নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী মেডিকেল টীমের দায়িত্ব পালন করেছেন তাদেরকে অসংখ্য  ধন্যবাদ জানাচ্ছি।Advanced cardiac life support ambulance সরবরাহ করার জন্য Sheikh Sayera Khatun Medical College,Gopalgonj এর প্রতি কৃতজ্ঞতা।

ডাউনলোড
প্রকাশের তারিখ
07/10/2022
আর্কাইভ তারিখ
07/10/2022