Wellcome to National Portal

সিভিল সার্জন অফিস , গোপালগঞ্জ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম । নাগরিক সেবা সহজলভ্য করে তোলার অঙ্গীকারে বদ্ধ পরিকর সিভিল সার্জন অফিস, গোপালগঞ্জ । গোপালগঞ্জ  জেলা ও এর অন্তর্ভুক্ত ৫টি উপজেলার নাগরিকদের স্বাস্থ্য ও 'সিভিল সার্জন অফিস' সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এ ওয়েবসাইট তৈরির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে এ অফিসের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণের জানার এবং তাদের গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে।  এ ওয়েবসাইটে সিভিল সার্জন কার্যালয় এর কাঠামো, সার্বিক কার্যক্রম, অনলাইন সার্ভিস, নীতিমালা, বিধি-বিধান, সেবার তালিকা এবং সিটিজেন চার্টার সম্পর্কিত তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে।   আশা করি এ ওয়েবসাইট সিভিল সার্জন অফিস,গোপালগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন অঞ্চলের নাগরিকদের সাথে যোগাযোগ সুবিধাই সৃষ্টি করবে না বরং  উক্ত অঞ্চলের স্বাস্থ্য সেবার মানোয়ন্নের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।   আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরামর্শ আমাদের ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে সহায়ক হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গোপালগঞ্জ এ বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২২ পালন
বিস্তারিত

‘জলাতঙ্ক: মৃত্যু আর নয়, সবার সঙ্গে সমন্বয়’ প্রতিপাদ্যে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস কর্তৃক র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে  গোপালগঞ্জ জেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়।যেখানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডা.নিয়াজ মোহাম্মদ। বিশেষ আলোচক হিসেবে আলোচনা সভায়  উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.সাদ মাহামুদ জয় এবং ডা.দিবাকর বিশ্বাস।এছাড়াও উপস্থিত ছিলেন ডা.সজীব সরকার(ডিএসএমও),দীপক রঞ্জন সরকার(জেলা ইপিআই সুপার.) ও অন্যান্য কর্মকর্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিস এর পরিসংখ্যানবিদ মো মনিরুজ্জামান নয়ন।



আলোচ্য বিষয়ে জানা যায় যে,

জলাতঙ্ক একটি মরণব্যাধি, যা প্রাণি থেকে মানুষে ও প্রাণিতে সংক্রমিত হতে পারে। কুকুর, বিড়াল, বানর, বাদুড়,বেজী ও শিয়ালের কামড় বা আঁচড়ে এ রোগ সংক্রমিত হয়।


বর্তমানে বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ এ রোগে মারা যায়। বিখ্যাত ফরাসি অণুজীববিদ লুই পাস্তুর ১৮৮৫ সালে সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন জলাতঙ্কের টিকা, যার মাধ্যমে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব।


এ অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে গ্লোবাল এলায়েন্স ফর র‌্যাবিস কন্ট্রোল নামক সংস্থা কর্তৃক তার মৃত্যু দিবস ২৮ সেপ্টেম্বরকে বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

এ রোগের ভয়াবহতা উপলব্ধি, জনসচেতনতা বাড়ানো ও প্রতিরোধ এবং নির্মূলের লক্ষ্যে ২০০৭ সাল থেকে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপিত হয়ে আসছে। পৃথিবীর ১২টি দেশের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ২০০৭ সালে প্রথম বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়। এরপর থেকে বাংলাদেশে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়ে আসছে।


বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২২ এর প্রতিপাদ্য বিষয় ‘জলাতঙ্ক: মৃত্যু আর নয়, সবার সঙ্গে সমন্বয়’। বিশ্ব জলাতঙ্ক দিবসকে সামনে রেখে সরকার, বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


এ কর্মসূচির আওতায় জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবছরের ন্যায় এ বছরও দেশজুড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বিভিন্ন পর্যায়ে সেমিনার, মুক্ত আলোচনা, জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে।আসুন সবাই সচেতন হই,জলাতঙ্ক মুক্ত থাকি।

ডাউনলোড
প্রকাশের তারিখ
28/09/2022
আর্কাইভ তারিখ
28/09/2054